Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আহম্মদপুর ইউনিয়ন

পাবনা জেলার সুজানগর উপজেলাধীন আহম্মদপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত। আহম্মদপুর ইউনিয়নের উত্তরে সাঁথিয়া এবং সুজানগর উপজেলার সীমানা নির্ধারক হিসাবে বহমান আত্রাই নদী। ইউনিয়ন-এর পশ্চিমে দুলাই ইউনিয়ন, দক্ষিণে-গাজনার বিল এবং রাণীনগর ইউনিয়নের আংশিক পূর্ব দিকে রয়েছে বেড়া উপজেলা।  ইউনিয়নের কৃষি ক্ষেত্রে পিঁয়াজের জন্য বিখ্যাত তাহা ছাড়াও  ধান, পাট, গম, মসুর ও অন্যান্য ফসল উৎপন্ন হয়।

আয়তন    ঃ   ১৩.৬৭ বর্গ মাইল

মোট জন সংখ্যা   ঃ   ৪৪৫৭০জন (পুরুষ-২৩৩৫০, মহিলা-২১২২০)

ভোটার সংখ্যা    ঃ   পুরুষ ১৩০৫০ জন, মহিলা ১২১০০ জন, সর্বমোট-২৫১৫০ জন।

নির্বাচনী এলাকা   ঃ   পাবনা-২, সুজানগর-বেড়া নির্বাচনী এলাকা। আসন নং-৬৯।

থানা/উপজেলা    ঃ   সুজানগর।

গ্রাম ঃ   ১২টি।

মৌজা     ঃ   ১২টি।

হাসপাতাল ঃ   নাই।

কমিউনিটি ক্লিনিক ঃ   ৪টি।

আবাদী জমি     ঃ   ৮৬৬৬ একর।

অনাবাদী জমি    ঃ   ৬৬৬ একর।

স্বাস্থ্য কেন্দ্র ঃ   ১টি।

পোষ্ট অফিস     ঃ   ৩ টি।

নদ-নদী   ঃ   আত্রাই নদী।

খেয়াঘাট / নৌঘাট     ঃ   আছে।

দর্শনীয় স্থান     ঃ   আত্রাই নদী, গাজনার বিল, ডাক বাংলো।

আদিবাসী   ঃ   নাই।

শিক্ষার হার ঃ   ৭৭ %

স্বাস্থ্য ও কৃষি    ঃ   সমেত্মাষজনক।

দুর্যোগ প্রবণ এলাকা কিনা     ঃ   ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড দুর্যোগ প্রবণ এলাকা প্রতি বছর বন্যায় প­vবিত হয়।

হাট বাজার ঃ   ৩টি সরকারী হাট, ২টি বেসরকারী হাট, ৩টি বাজার। 

ব্যাংক     ঃ   ১টি, রাকাব দূর্গাপুর শাখা, পাবনা।

পাকা রাসত্মা     ঃ   ২৩ কিলোমিটার।

কাঁচা রাসত্মা     ঃ   ১২ কিলোমিটার কাঁচা রাসত্মা।

এনজিও    ঃ   ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, অন্যান্য, সিসিডিবি

        

আশ্রয়ন/আবাসান ঃ   নাই।

উলে­খযোগ্য স্থান ঃ   নাই।

মহা বিদ্যালয়ঃ   ২টি।

মাধ্যমিক বিদ্যালয় (বালক)   ঃ   ৫টি

মাধ্যমিকবিদ্যালয় (বালিকা)  ঃ   ১টি

হাফেজিয়া মাদ্রাসা  ঃ   ১টি

সরকারী প্রাথমিক বিদ্যালয়    ঃ   ১০টি

বেসরকারী প্রাথমিক বিদ্যালয়   ঃ   ৬টি

কওমি মাদ্রাসা    ঃ   নাই।

এতিম খানাঃ   ১টি।