পাবনা জেলার সুজানগর উপজেলাধীন আহম্মদপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত। আহম্মদপুর ইউনিয়নের উত্তরে সাঁথিয়া এবং সুজানগর উপজেলার সীমানা নির্ধারক হিসাবে বহমান আত্রাই নদী। ইউনিয়ন-এর পশ্চিমে দুলাই ইউনিয়ন, দক্ষিণে-গাজনার বিল এবং রাণীনগর ইউনিয়নের আংশিক পূর্ব দিকে রয়েছে বেড়া উপজেলা। ইউনিয়নের কৃষি ক্ষেত্রে পিঁয়াজের জন্য বিখ্যাত তাহা ছাড়াও ধান, পাট, গম, মসুর ও অন্যান্য ফসল উৎপন্ন হয়।
আয়তন ঃ ১৩.৬৭ বর্গ মাইল
মোট জন সংখ্যা ঃ ৪৪৫৭০জন (পুরুষ-২৩৩৫০, মহিলা-২১২২০)
ভোটার সংখ্যা ঃ পুরুষ ১৩০৫০ জন, মহিলা ১২১০০ জন, সর্বমোট-২৫১৫০ জন।
নির্বাচনী এলাকা ঃ পাবনা-২, সুজানগর-বেড়া নির্বাচনী এলাকা। আসন নং-৬৯।
থানা/উপজেলা ঃ সুজানগর।
গ্রাম ঃ ১২টি।
মৌজা ঃ ১২টি।
হাসপাতাল ঃ নাই।
কমিউনিটি ক্লিনিক ঃ ৪টি।
আবাদী জমি ঃ ৮৬৬৬ একর।
অনাবাদী জমি ঃ ৬৬৬ একর।
স্বাস্থ্য কেন্দ্র ঃ ১টি।
পোষ্ট অফিস ঃ ৩ টি।
নদ-নদী ঃ আত্রাই নদী।
খেয়াঘাট / নৌঘাট ঃ আছে।
দর্শনীয় স্থান ঃ আত্রাই নদী, গাজনার বিল, ডাক বাংলো।
আদিবাসী ঃ নাই।
শিক্ষার হার ঃ ৭৭ %
স্বাস্থ্য ও কৃষি ঃ সমেত্মাষজনক।
দুর্যোগ প্রবণ এলাকা কিনা ঃ ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড দুর্যোগ প্রবণ এলাকা প্রতি বছর বন্যায় পvবিত হয়।
হাট বাজার ঃ ৩টি সরকারী হাট, ২টি বেসরকারী হাট, ৩টি বাজার।
ব্যাংক ঃ ১টি, রাকাব দূর্গাপুর শাখা, পাবনা।
পাকা রাসত্মা ঃ ২৩ কিলোমিটার।
কাঁচা রাসত্মা ঃ ১২ কিলোমিটার কাঁচা রাসত্মা।
এনজিও ঃ ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, অন্যান্য, সিসিডিবি
আশ্রয়ন/আবাসান ঃ নাই।
উলেখযোগ্য স্থান ঃ নাই।
মহা বিদ্যালয়ঃ ২টি।
মাধ্যমিক বিদ্যালয় (বালক) ঃ ৫টি
মাধ্যমিকবিদ্যালয় (বালিকা) ঃ ১টি
হাফেজিয়া মাদ্রাসা ঃ ১টি
সরকারী প্রাথমিক বিদ্যালয় ঃ ১০টি
বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ঃ ৬টি
কওমি মাদ্রাসা ঃ নাই।
এতিম খানাঃ ১টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS