মামলার আবেদন
মামলার নং: ২৮/২০১৪
দায়েরের তারিখঃ ০৩/০৭/২০১৪ ইং।
মামলার ধরন: ফৌজদারী
ধারাঃ ১৬০
চেয়ারম্যান,
০৫নং আহম্মদপুর ইউনিয়ন পরিষদ,
উপজেলাঃ সুজানগর
জেলাঃ পাবনা।
বিষয়ঃ গ্রাম আদালত গঠনের আবেদন ও অভিযোগ/ দাবীর বিবরণ।
আবেদনকারীর নাম ও ঠিকানা | প্রতিবাদীর নাম ও ঠিকানা |
ঘটনার স্থান ০৫ নং আহম্মদপুর ইউনিয়নে আবেদনকারীর নিজ বাড়ি। তারিখ:২৩/০৬/২০১৪
নিবেদন এই যে, আমি ও প্রতিবাদী উভয়েই একই এলাকার একই গ্রামের স্থায়ী বাসিন্দা। প্রতিবাদী আমার প্রতিবেশী
বিগত ২৩/০৬/২০১৪ ইং তারিখ রোজ সোমবার রাত্র আনুমানিক ৩ ঘটিকার সময় প্রতিবাদীগণ আমার একটি গরু চুরি করে নিয়ে যায়। ঘটনার সময় সাক্ষী ছিল ১। শাজাহান আলী, গ্রাম : আহম্মদপুর, ২। ফিরোজ হোসেন, গ্রামঃ আহম্মদপুর, । সাক্ষী গণের সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করব।
অতএব, আমার প্রার্থনা এই যে,
ক) প্রতিবাদীকে সমন প্রদান করে গ্রাম আদালত গঠন করে সাক্ষ্য গ্রহন করতে আজ্ঞা হয়।
খ) প্রতিবাদীগণকে দোষী সাব্যস্থ করে আমার গরু ফিরিয়ে দেয়।
গ) গ্রারাম আদালতের ন্যায় বিচারে অন্যবিধ ন্যায় সঙ্গত আদেশ দিতে আজ্ঞা হয়।
আবেদনকারীর স্বাক্ষর
......................
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS